১২৩ ইউরোপীয় নাগরিকের ঢাকা ত্যাগ
বাণী ডেস্ক: ১২৩ ইউরোপীয় নাগরিক শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা থেকে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মান সরকারের একটি ভাড়া করা বিশেষ বিমানে বাংলাদেশ ত্যাগ করেন বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ১১০ জন নাগরিক যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক।
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেন হোল্টজ এক টুইটে জানান, জার্মান দূতাবাসের একটি দল ইইউ দূতাবাসের সাথে মিলিত হয়ে জার্মানি এবং ইউরোপীয়ানদের জন্য ফ্র্যাঙ্কফুটের উদ্দেশ্যে একটি বিশেষ বিমান ভাড়া করেন।
এদিকে, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক এক টুইট বার্তায় বলেন, আজ বাংলাদেশ থেকে প্রায় ১১০ জন ইউরোপীয় নাগরিককে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সহায়তা করেছে।
ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশ বিমান বন্দর এবং অভিবাসন কর্তৃপক্ষকে এই বিশেষ সুবিধা দেয়ার জন্য গভীরভাবে ধন্যবাদ জানান।