নরসিংদীর খবর
নরসিংদীর পলাশে প্রথম করোনা রোগী শনাক্ত
বাণী রিপোর্ট : নরসিংদীতে প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার (৬এপ্রিল) রাতে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এবং নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, ওই ব্যক্তি নারায়ণগঞ্জে বসবাস করতেন, “পাশাপাশি একটি মসজিদের ইমাম ছিলেন বলেও শুনতে পেরেছি। করোনা উপসর্গ দেখা দেয়ার পর গত দুইদিন আগে তিনি নিজেই ঢাকায় গিয়ে পরীক্ষা করান। এতে তার করোনাভাইরাস পজেটিভ আসে। আমরা তার বাড়িতে যাচ্ছি, সেখানে গিয়ে সিদ্ধান্ত নেবো তাকে বাসায় রেখে চিকিৎসা করা হবে না কী আইসোলেশনে পাঠানো হবে।”