সাংবাদিকদের সমন্বয়ে রায়পুরা থানা পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
বাণী রিপোর্ট: নরসিংদীর রায়পুরায় থানা পুলিশের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় অসহায়, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে রায়পুরার সাংবাদিকদের সহায়তায় ২ শত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মাঝে ছিল ৫ কেজি চাল, ডাল, পেয়াজ, লবন, তৈল,আলু। বেশ কয়েক দিন যাবৎ রায়পুরা থানা পুলিশ অসহায়, কর্মহীন ও হোম-কোয়ারেন্টিনে থাকা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন এএসপি সার্কেল তারিক রহমান, রায়পুরা থানার ওসি (তদন্ত) মো: লুৎফর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক এম নুর উদ্দিন, সেকেন্ড অফিসার এস আই দেব দুলাল, এস আই আলমগীর হোসেন, এস আই আরফান সিকদার, এস আই মনোয়ার হোসেন, এস আই কাজী ইকবাল ও অন্যান্য পুলিশ সদস্যগণসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
ওসি মহসিনুল কাদির বলেন, রায়পুরায় লকডাউন এলাকায় অসহায়, দিনমজুর, কর্মহীন, হরিজন, প্রতিবন্ধী মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে ভালো লাগছে। অসহায়দের মাঝে আরো খাদ্য সামগ্রী বিতরণের চেষ্টা চলছে।