নরসিংদীতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে
বাণী রিপোর্ট: করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে নরসিংদীতে ১০ টাকা কেজি দরে খোলাবাজারে (ওএমএস) এর চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) শহরের বীরপুর এলাকায় এ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ। জাতীয় পরিচয় পত্রের প্রদর্শনের মাধ্যমে ওএমএস ডিলারদের নিকট থেকে একজন ব্যক্তি ১০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১৮ টাকা দরে ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আশরাফুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের কাছে খাদ্য সহজলভ্য করতে সরকার ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।
ওএমএস এর ডিলার শফিকুল ইসলাম জানান, সপ্তাহে ৩ দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) এ চাল এবং আটা জনসাধারণের মাঝে বিক্রি করা হবে। এছাড়া নরসিংদী শহরের তরোয়া, বিলাসদি (আল্লাহু চত্বর) এবং বাসাইল (শাপলা চত্বর) এলাকায় ওএমএস ডিলারগণ চাল ও আটা বিক্রি করবে।