নরসিংদীতে ঝড়ের তাণ্ডব, দেয়াল ধ্বসে স্কুল ছাত্রীর মৃত্যু ॥ দুই বোন আহত
বাণী রিপোর্ট : নরসিংদী শহরে ঝড়ের তাণ্ডবে বসত ঘরের দেয়াল ধ্বসে ইয়াছমিন (১১) নামে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো দুই বোন রত্না (১৩) ও হাসি (১৬)। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে প্রবল ঝড়ে নরসিংদী শহরের বানিয়াছল বালুচর এলাকায় চা বিক্রেতা ইয়াছিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছমিন বৌয়াকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
নিহতের পিতা ইয়াছিন মিয়া জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় তারা ঘরে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ প্রবল ঝড়ে তাদের বসত ঘরের উঁচু দেয়াল ধ্বসে তিন মেয়ের উপরে পড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেয়ার পথে ইয়াছমিন মৃত্যু হয়। অপর ২ বোন গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া ঝড়ে তাণ্ডবে নরসিংদী শহরের বেশ কিছু কাঁচা, আধা-পাকা বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বহু গাছ-পালা ভেঙ্গে রাস্তায় পড়ে গেছে। শহরের বীরপুর, বৌয়াকুড়, হাজীপুর, বানিয়াছল, তরোয়া, ভেলানগর, বাসাইল, ভাগদী, চৌঁয়ালা, শালিধা ও ব্রাহ্মন্দী এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। নরসিংদী টেলিফোন এক্সচেঞ্জ অফিসের এর সামনে একটি গাছ উপড়ে রাস্তায় পড়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ঝড়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন এলাকায় প্রায় ২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।