নরসিংদীতে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ
বাণী রিপোর্ট : ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬জনকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানা পুলিশের একটি দল বাগদি বেইলি রোডে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ মেহেদী হাসান(২০), পিতা- আসলাম, গ্রাম-ভাগদী (দক্ষিণপাড়া), নরসিংদী সদর, ২। মোঃ রাকিব মিয়া (২২), পিতা- আঃ রাজ্জাক, গ্রাম- সাটিরপাড়া, নরসিংদী সদর, ৩। আশিক(২০), পিতা-খোকন মিয়া, গ্রাম-ভাগদী (দক্ষিণপাড়া), নরসিংদী সদর, ৪. মোঃ নুরুল আমিন(২২), পিতা-জসিম উদ্দিন, গ্রাম-খলা (খয়রা), থানা- কলমাকান্দা, জেলা নেত্রকোণা বর্তমান গ্রাম-ভাগদী (পশ্চিমপাড়া), নরসিংদী সদর, ৫। মো; জাহিদ(২০), পিতা-সুমন ভূইয়া, গ্রাম-বাদঘর, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর ও
৬। রুবেল ক্যান রুবেল(২৩), পিতা-আবু তাহের, গ্রাম-কালা পাইলা, থানা- মুরাদনগর, জেলা-কুমিল্লা বর্তমান গ্রাম-বানিয়াছল (বিলপাড়), নরসিংদী সদর, নরসিংদী।
এ সময় তাদের নিকট হতে ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি টিপ চাকু ,১টি ছুরি, ২টি রড উদ্ধার করে থানা পুলিশ।
৬নং আসামী রুবেল এর বিরুদ্ধে ১টি ডাকাতির প্রস্তুতি, ২টি মাদকসহ ৪টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।