জেলার ডাক্তার ও চিকিৎসা কর্মীদের জন্য ২ হাজার পিপিই প্রদান করেন নরসিংদী পৌর মেয়র
বাণী রিপোর্ট: করোনা পরিস্থিতিতে নরসিংদী জেলায় কর্মরত ডাক্তার ও চিকিৎসাকর্মীদের পাশে দাঁড়ালেন নরসিংদী পৌর মেয়র আলহাজ¦ কামরুজ্জামান কামরুল। ডাক্তার ও চিকিৎসাকর্মীদের মনোবল বৃদ্ধিসহ রোগীদের সেবাদানকালে তাদের সুরক্ষায় ২ হাজার পিপিই (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) ও হ্যান্ড-স্যানিটাইজার প্রদান করেন মেয়র।
এসব সুরক্ষা সামগ্রী মঙ্গলবার (৩১ মার্চ) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এর নিকট হস্তান্তর করেন পৌর মেয়র আলহাজ¦ কামরুজ্জামান কামরুল। এ সময় পৌর মেয়র আন্তরিকতা ও পেশাদারিত্ব এবং দৃঢ় মনোবল নিয়ে করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবা দিতে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের প্রতি আহবান জানান।
একই সঙ্গে তিনি চিকিৎসকদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
এছাড়া মেয়র কামরুজ্জামান নরসিংদী পৌর এলাকার জনগণের মাঝে ইতোপূর্বে ২৫ হাজার মাস্ক, ২৫ হাজার হ্যান্ড-স্যানিটাইজার ও ২৫ হাজার সাবান বিতরণ করেন। এ সকল দ্রব্য সামগ্রী আরো ২৫ হাজার করে বিতরণ করা হবে বলে জানা গেছে।
করোনা পরিস্থিতিতে নরসিংদী পৌর শহরের ২০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এসব খাদ্য ও পণ্য সামগ্রী মেয়র তার ব্যক্তিগত অর্থায়নে করছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।