ডাক্তার ও চিকিৎসা কর্মীদের সুরক্ষায় মাইক্রোবাস দিলেন নরসিংদী জেলা প্রশাসক
বাণী রিপোর্ট: করোনা ভাইরাস পরিস্থিতিতে ডাক্তার ও চিকিৎসা কর্মীদের যাতায়াত ও সুরক্ষায় নরসিংদী জেলা শহরের দু’টি হাসপাতালে চারটি মাইক্রোবাস বরাদ্ধ করা হয়েছে। মাইক্রেবাস বরাদ্ধ করেন, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি নরসিংদী জেলার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন। নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতালের ডাক্তার ও চিকিৎসা কর্মীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষা ও যাতায়াতের জন্য এসব মাইক্রোবাস দেয়া হয়।
রবিবার ২৯ মার্চ নরসিংদী জেলা প্রশাসক এর নির্দেশনায় উভয় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) গণের নিকট বরাদ্ধকৃত মাইক্রোবাস হস্তান্তর করেন নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস। জেলা হাসপাতালের পক্ষে মাইক্রোবাস গ্রহন করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান।
করোনা ভাইরাস প্রতিরোধে ডাক্তার ও চিকিৎসা কর্মীদের সেবা কার্যক্রমকে আরো গতিশীল করতে এ উদ্যোগ গ্রহন করেছে জেলা প্রশাসন।