নজরপুর ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে নরসিংদী সদর ইউএনও’র খাদ্য সামগ্রী বিতরণ
বাণী রিপোর্ট: করোনা ভাইরাস (কোভিট-১৯) এর প্রতিরোধের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলা প্রশাসনের তত্বাবধানে সদর উপজেলার নজরপুর ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ২৯ মার্চ বিকেলে পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে এবং নরসিংদী সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার এর উপস্থিত থেকে হতদরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মাঝে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১টি তিব্বত বল সাবান।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদরের পিআইও মোহাম্মদ আবেদ আলী, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, নজরপুর ইউপি চেয়ারম্যান মো. বাদল সরকার, ইউপি সচিব মো. শাহালম, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন, সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। করোনা ভাইরাস পরিস্থিতিতে যারা কর্মহীন হয়ে পড়েছে, সেসব দরিদ্র জনগোষ্ঠীর জন্য তাদের বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।