নরসিংদীর শিবপুরে ৭৬ কেজি গাঁজা ও ১২৯০ পিস ইয়াবাসহ ২জন আটক
বাণী রিপোর্টঃ ৭৬ কেজি গাঁজা ও ১২৯০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-১০। ২৪মার্চ মঙ্গলবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্যা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃতদের একজন সহযোগী পালিয়ে যায়।
আটককৃত ব্যক্তিরা হলো, কুমিল্লা জেলার বুড়িচং থানার দক্ষিণ গ্রামের মৃত আ: মজিদের ছেলে মো. জামাল (৩২), চাঁদপুর সদরের কামরাঙ্গা গ্রামের মোশারফ মিজির ছেলে আমির হামজা (২৫)। পলাতক আসামী ঢাকা খিলক্ষেত মেম্বার গলির সেলিমের ছেলে আরিফ হোসেন (৩০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মিনি পিকআপ ও ১টি ট্রাক আটক করেছে র্যাব সদস্যরা।
র্যাব-১০ এর এসআই আক্কাস এ তথ্য নিশ্চত করেন। এসআই আক্কাস জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকের বড় একটি চালান নিয়ে ঢাকায় যাচ্ছিল। এমন গোপন সংবাদ পেয়ে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ আটক করে। আটককৃতদের শিবপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।