অপরাধআইন-আদালতনরসিংদীর খবরশিবপুর
নরসিংদীর শিবপুরে হোম কোয়ারেন্টাইন এর সরকারী আদেশ অমান্য করায় প্রবাস ফেরত ১জনকে ৪০ হাজার টাকা জরিমানা
হাবিবুর রহমান : করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন এর সরকারী আদেশ না মানায় নরসিংদীর শিবপুরে এক লেবানন ফেরত প্রবাসীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পৌরসভার শিবপুর পশ্চিমপাড়া এলাকার আকবর আলীর ছেলে লেবানন ফেরত ইলিয়াছ (৩০) মিয়াকে এ অর্থদণ্ড দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন।
ইলিয়াছ মিয়া সম্প্রতি লেবানন থেকে বাড়ীতে আসে। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হলেও সে সরকারী নির্দেশ অমান্য করে এলাকায় ঘুরাফেরা অব্যাহত রাখে। সরকারী নির্দেশ না মানায় তাকে অর্থদণ্ড দিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়।