নরসিংদীর মাদবদীতে স্পিনিং মিলের গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
বাণী রিপোর্ট: নরসিংদীর মাধবদীতে একটি স্পিনিং মিলের গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে পৌরসভার শীতলাবাড়ি এলাকায় মোবারক আলী স্পিনিং মিলের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুর ১২ টার দিকে হঠাৎ মোবারক স্পিনিং মিলের গোডাউনে আগুনের ধোয়া দেখতে পায় মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। অগ্নিকাণ্ডের টের পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রথমে মাধবদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় নরসিংদী ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে মিলটির গোডাউনে থাকা তুলা পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মিল মালিক মো. ইলিয়াছ।
তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।