নরসিংদীর মাধবদীতে শিশু ধর্ষণের দায়ে কিশোর আটক
বাণী রিপোর্ট: নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আহাদ মিয়া (১৩) নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার মহিষাশুরা ইউনিয়নের কোতালির চর (বিলপাড়) এলাকায় এ ঘটনা ঘটে।
ধর্ষিতার পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে এলাকার বাচ্চু মিয়ার ছেলে আহাদ মিয়া (১৩) খেলার ছলে ৫ বছরের শিশু মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি ধর্ষিতা শিশুটি তার মাকে অবগত করলে তিনি মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে মাধবদী থানার এস আই শিবলী মীর কায়েস ধর্ষক আহাদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আহাদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করলে রাতেই তার নামে মামলা করা হয়। শনিবার রাত দশটায় ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষণ ও নারী নির্যাতন আইনে এ মামলা দায়ের করেন।
মাধবদী থানার এসআই দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। ধর্ষিতা এবং ধর্ষক উভয়েই তা স্বীকার করেছে। এছাড়া ধর্ষণের কথা লোকমুখে জানাজানি হলে ধর্ষকের মা আলামত নষ্ট করতে তার ছেলের পরনের প্যান্ট খুলে ধুয়ে ফেলেন বলে ও জানান তিনি।