নরসিংদীতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা পুলিশের বাজার মনিটরিং
বাণী রিপোর্ট: নরসিংদীতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা পুলিশের বাজার মনিটরিং চলছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) করোনা ভাইরাস আতঙ্কে চাল, পেয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যম‚ল্য স্থিতিশীল রাখার লক্ষে বাজার মনিটরিং করেছেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান। এ সময় বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাসে আতংকিত হয়ে একসাথে প্রয়োজনের অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় না করার জন্য সকলকে আহবান জানানো হয়। বিক্রেতাগণ যাতে বেশী দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় না করতে পারে সে জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। নরসিংদী জেলায় চাল, পেয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যথেষ্ট মজুদ রয়েছে।
নরসিংদী জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জগণ নিজ নিজ থানা এলাকার বাজার মনিটরিং করছেন। জনস্বার্থে এ মনিটরিং অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।