মুজিববর্ষ উপলক্ষে রায়পুরায় লায়ন্স ক্লাবের ইউটোপিয়ার জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন
বাণী রিপোর্ট: মুজিববর্ষ উপলক্ষে নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু’র জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে চলেছে। স্বাস্থ্যসেবা জনগণের দোড়-গোড়ায় পৌঁছাতে লায়ন্স ক্লাবের উদ্যোগে ইউটোপিয়ার জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ সকালে রায়পুরা উপজেলার সায়দাবাদ মেঘনা নদীঘাট সংলগ্ন স্থানে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
আলোকিত নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট শারমিন সেলিম তুলি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি পিডি প্রকৌশলী মো. সেলিম মিয়া,পিডিজি ও জিএমটি ওমেন্স স্পেসালিস্ট লায়ন্স কল্পনা রাজিউদ্দিন, জেলা ৩১৫-এ-১ এম জে এফ জেলা গর্ভনর লায়ন্স শহীদুল ইসলাম, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক, ১ম ভাইস জেলা গভর্ণর ৩১৫ এ-১ পি এম জে এফ লায়ন মো. নজরুল ইসলাম শিকদার, লায়ন্স জেলা ৩১৫ এ-১ বাংলাদেশ হতে আগত অতিথিবৃন্দ, ইউটোপিয়া লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দসহ এলাকার স্থানীয় নেতা-নেত্রীবৃন্দ।
রায়পুরা লায়ন্স ক্লাব সভাপতি ও পৌর মেয়র মো. জামাল মোল্লা এর ব্যবস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা সহকারী কমিশনার ভূূমি, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মোন্না, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি হাজী আব্দুস সাত্তার, পৌর আওয়ামীলীগ সভাপতি মাহবুব আলম শাহিন, জেলা পরিষদের সদস্য আব্দুল মোতালিব, সদস্য হাজী আব্দুল বাতেন মাহমুদ, সদস্য রাজিব আহমেদ, রায়পুরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হালিম, মিজাপুর ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ ভুইয়া, মির্জানগর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর সরকার, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু, শ্রীনগর ইউপি সাবেক চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভ‚ইয়া, জমিদাতা ও উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি হাজী শাহ আলম, শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, শ্রীনগর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক কবীর হোসেন প্রমুখ।