নরসিংদীতে করোনা ভা্হইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে ৪৪ জন
বাণী রিপোর্ট: নরসিংদীতে করোনা ভাইরাস সন্দেহে প্রবাস ফেরত আরো ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মোট ৪৪ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। করোনা ভাইরাস সন্দেহে নতুন ২৪ জনের মধ্যে নরসিংদী সদরে ৪জন, পলাশ উপজেলায় ১জন, শিবপুর উপজেলায় ১৪ জন, মনোহরদী উপজেলায় ১জন ও রায়পুরা উপজেলায় ৪জন। এরা সবাই ইতালি, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, দুবাই ও সিঙ্গাপুর ফেরত।
সিভিল সার্জন জানান, মোট ৪৪ জনের মধ্যে শিবপুরে ১৭ জন, নরসিংদী সদরে ১১ জন, রায়পুরায় ১০ জন, পলাশে ৩ জন, মনোহরদীতে ২ জন ও বেলাবতে ১ জন। এদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৭ জন নারী। নরসিংদীতে এখনো পর্যন্ত করোনা ভাইরাসের কোনো রোগী শনাক্ত হয়নি। যারা বিদেশ থেকে দেশে ফিরছেন তাদেরকে স্বাস্থ্য নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে দু’সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এদিকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখার পর করোনা সংক্রমণ না পাওয়ায় একজন প্রবাসীকে ছাড় দেয়া হয়েছে।