নরসিংদীর পলাশে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
বাণী রিপোর্ট: নরসিংদীর পলাশ উপজেলায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল থেকে গৃহবধু সেলিনা আক্তার (৩৫) এর লাশ উদ্ধার করা হয়। মৃত সেলিনা আক্তার করতেতৈল এলাকার জমির আলীর ছেলে দুবাই প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী।
পুলিশ ও গৃহবধুর আত্মীয়রা জানায়, ১৬ বছর আগে দুবাই প্রবাসী ইদ্রিস আলীর সাথে বিয়ে হয় উপজেলার বাগপাড়া গ্রামের রমজান আলীর মেয়ে সেলিনা আক্তারের। দাম্পত্য জীবনে তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। স্থানীয় একটি বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে বড় ছেলে ফাহিম ও ছোট ছেলে তামিম ৫ম শ্রেণীতে পড়ে।
ঘটনার দিন শুক্রবার বিকেল ৩টায় গৃহবধু সেলিনার ছেলে ফাহিম বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় বাড়িতে আসে। ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পেয়ে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছ বেয়ে ঘরের ছাদে উঠে ফাহিম। সিঁড়ি বেয়ে ঘরের ভেতরে প্রবেশ করে পড়তে বসে। কিছুক্ষণ পর মায়ের রুমে মশার কয়েল আনতে গিয়ে মায়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করে ফাহিম। এ সময় ফাহিমের চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করে।
মৃত গৃহবধ‚র পিতা রমজান আলী জানান, বিল্ডিংয়ের ছাদে মুরগীর খামারকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে ঝগড়া হতো স্বামী ইদ্রিস আলীর ছোট ভাই মকবুলের সাথে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে মৃত সেলিনা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।