নরসিংদী সদরনরসিংদীর খবরস্বাস্থ্যকথা
করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নরসিংদী শহর আওয়ামী লীগ মতবিনিময় সভা
বাণী রিপোর্ট: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নরসিংদী শহর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৫ মার্চ নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন ভ‚ইয়া। সভায় সভাপতিত্ব করেন, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ কামরুজ্জামান কামরুল। এ সময় উপস্থিত ছিলেন জি এম তালেব হোসেন, রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, আমজাদ হোসেন বাচ্চুসহ জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় শেষে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষা করতে দোয়া ও মোনাজাত করা হয়।