আবাবীল ইসলামী একাডেমীর সাফল্যের ধারা অব্যাহত
বাণী রিপোর্ট: নরসিংদী জেলা শহরের একমাত্র স্কুল ও মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আবাবীল ইসলামী একাডেমী। প্রতি বছরের ন্যায় এবারও একাডেমীর কৃতি শিক্ষার্থীরা ২০১৯ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করেছে। এবার ৩ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- মো: রিমন ফরহাদ, রাইসুল ইসলাম নাদিম ও সাজিদুল ইসলাম। এ প্রতিষ্ঠানটিতে রয়েছে প্রাথমিক শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ায় শিক্ষার্থীদের মাঝে নৈতিক চরিত্র গঠনসহ ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি হচ্ছে।
বরাবরের মতো এবারও ভালো ফলাফল অর্জন করায় আবাবীল শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক ভূঁইয়া, প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আব্দুন নূর এবং শিক্ষা পরিচালক আলহাজ্ব মাওলানা ইলিয়াস একাডেমীর সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।