অপরাধনরসিংদীর খবরপলাশ
নরসিংদীর পলাশে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাণী রিপোর্ট: নরসিংদীর পলাশে ৫১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. কাদির মিয়াকে (৩৫) উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামের বাচ্চু মিয়া ওরফে রেল বাচ্চুর ছেলে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম জানান, একজন পেশাদার মাদক ব্যবসায়ী কাদির মিয়া। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির এ এসআই আল-আমিন এর নেতৃত্বে পৌর এলাকার কুমারটেক গ্রাম থেকে ৫১ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. কাদির মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।