নরসিংদীর রায়পুরায় দ্রুতগামী বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বাণী রিপোর্ট: নরসিংদীর রায়পুরার দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার ওসি মোহাসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন; রায়পুরা উপজেলার খাকচক গ্রামের তোফাজ্জল হোসেন (৪২) ও শ্রীরামপুর উত্তরপাড়া গ্রামের আলমগীর খন্দকার (৩৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তোফাজ্জল হোসেন ও আলমগীর খন্দকার মোটরসাইকেলযোগে ভৈরব যাচ্ছিলেন। মোটরসাইকেল আরোহীরা মাহমুদাবাদ এলাকার জমজম অটো রাইস মিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী উত্তরা পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।
রায়পুরা থানার ওসি মোহাসিনুল কাদির জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলসহ দুজনের লাশ উদ্ধার করে। বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ভৈরব হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।