রায়পুরায় ভাতিজার সম্পদ আত্মসাতের চেষ্টা
বাণী রিপোর্ট: নরসিংদীর রায়পুরায় ভাতিজার সম্পদ আত্মসাতের চেষ্টাসহ অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। রবিবার (১ মার্চ) সকালে রায়পুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে চাচার বিরুদ্ধে এমন অভিযোগ করেন ভুক্তভোগী সুমন মিয়া ফকির।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুমন মিয়া ফকির তার লিখিত বক্তব্য বলেন, আমি রায়পুরা পৌর এলাকার হাসিমপুর গ্রামের মৃত সুরুজ মিয়া ফকিরের ছেলে। আমার বাবা ২০০৩ সালে মারা যায়। আমি তার একমাত্র সন্তান। আমার বাবার ৬ শতাংশ ৫ পয়েন্ট জমি রয়েছে। জমির আর.এস দাগ ৩৬৫০, এস.এ দাগ- ১৪১১। এই জমি আমার পৈত্রিক সম্পত্তি। ইদ্রিছ ফকির সহ চাচারা সবাই সম্পত্তি দখল করার জন্য আমাকে ভাতিজা হিসেবে অস্বীকার করার পায়তারা করছে। একইসঙ্গে তারা এলাকায় বলে বেড়াচ্ছে আমি তাদের ভাতিজা নই। এমনকি উক্ত সম্পদ আমার বাবার নয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সু-দৃষ্টি কামনা করছি।