নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু।। উদ্বোধনী খেলায় পলাশ উপজেলা দল বিজয়ী
বাণী রিপোর্ট: মুজিব শতবর্ষ উপলক্ষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীতে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। রোববার (০১ মার্চ) বিকেলে মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এই টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম’৭১ এর সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান, জাতীয় দলের সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়াসহ আরো অনেকে।
খেলায় অংশগ্রহণ করে পলাশ ও রায়পুরা উপজেলা দল। নির্ধারিত সময়ের মধ্যে গোল করতে না পেরে টাইব্রেকারে পলাশ উপজেলা দল বিজয়ী হয়। টুর্ণামেন্টে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, রায়পুরা, বেলাব উপজেলা দল ও নরসিংদী এবং মাধবদী পৌরসভা দলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করবে।