১ মার্চ থেকে শুরু হবে নরসিংদী মোসলেহ ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বাণী রিপোর্ট: দীর্ঘ ৭ বছর পর মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ১ মার্চ নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২০। বিকেল ৩ টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। সভাপতিত্ব করবেন ক্রীড়াবান্ধব জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। টুর্নামেন্টে ৮ টি দল অংশ গ্রহণ করবে। দলগুলো হচ্ছে; নরসিংদী সদর উপজেলা দল, রায়পুরা উপজেলা দল, শিবপুর উপজেলা দল, পলাশ উপজেলা দল, বেলাবো উপজেলা দল, মনোহরদী উপজেলা দল, নরসিংদী পৌরসভা ও মাধবদী পৌরসভা দল।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারণার জন্য আজ প্রচার উপ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর প্রচার কমিটির আহবায়ক মোঃ আসসাদিক জামান।
সভায় উপস্থিত ছিলেন প্রচার উপ কমিটির সদস্য জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহীনুল ইসলাম ভূঁইয়া, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদিন, সাংবাদিক বদরুল আমিন চৌধুরী, ক্রীড়া যুগ্ম সম্পাদক রঞ্জন কুমার সাহা, সদস্য সফিকুল আলম রানা। টুর্নামেন্টে প্রচুর দর্শক সমাগমের জন্য
সকল প্রকার প্রচার মাধ্যমই ব্যবহার করার সিদ্ধান্ত হয়।