মাধবদীতে ৩ গবাদি পশুসহ বসত-বাড়ি আগুনে পুড়ে ছাই
বাণী রিপোর্ট: নরসিংদীর মাধবদীতে তিনটি গবাদি পশুসহ বসত-বাড়ি ও মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাধবদী থানার খিলগাঁও দরগা বাড়ি সংলগ্ন কৃষক হানিফের বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ২০ মন সরিষা ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
কৃষক হানিফ মিয়ার অভিযোগ, তার সাথে দীর্ঘদিন যাবৎ পাশের বাড়ির মাসুদ মিয়া নামক এক ব্যক্তির সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। কিছুদিন পূর্বে মাসুদ হানিফ মিয়াকে দেখে নেবে ও বাড়িছাড়া করবে বলে হুমকি প্রদান করে। হুমকি প্রদানের কয়েক মাস পার হতে না হতেই কে বা কারা আগুনে পুড়িয়ে দেয় কৃষক হানিফের একটি ধইঞ্চা ও খড়েরপাড়া । এ ঘটনার কোন বিচার হয়নি প্রমাণের অভাবে।
এবারও রাতের আঁধারে কে বা কারা তার বসত ঘরে আগুন লাগিয়ে গরুসহ মালামাল পুড়িয়ে দিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা কৃষক হানিফ ও এলাকাবাসীর।
এ ব্যাপারে কৃষক হানিফ মিয়া মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাধবদী থানার উপ পরিদর্শক মামুন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হবে।