নরসিংদীর খবরমহিলাঙ্গনশিবপুর
শিবপুরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন ও সরঞ্জাম বিতরণ
বাণী রিপোর্ট: নরসিংদী শিবপুরে চক্রধা ইউনিয়নে নারী উন্নয়নের লক্ষ্যে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন ও অফিস সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এসব সরঞ্জাম বিতরণ করেন, নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম ভূঁইয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার ওসি তদন্ত মমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ প্রমূখ।