নরসিংদীর খবরনরসিংদী সদর
নরসিংদীর বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক ভূঁইয়া আর নেই
বাণী রিপোর্ট: নরসিংদীর বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, ঐতিহ্যবাহি রাশিদীয়া সোপ ফ্যাক্টরীর (হাতি মার্কা সাবান) স্বত্তাধিকারী ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ভূঁইয়া আর নেই। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার এপোলো হাসপাতালে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। তিনি কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ এশা, শহরের বানিয়াছল ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজায় নরসিংদী রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।