অপরাধনরসিংদীর খবরশিবপুর
শিবপুরে ১০৮ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাণী রিপোর্ট: নরসিংদীর শিবপুরে ইয়াবাসহ একাধিক মামলার আসামি মোমেন মিয়াকে (৩৪) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বংশিরদিয়াতে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস কান্তি রায় ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দখলে থাকা ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
নরসিংদী গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপণ কুমার সরকার এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শিবপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।