নরসিংদীতে ৪০ জন প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বাণী রিপোর্ট: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) ৩য় পর্যায়ের প্রকল্পের সদস্যদের আইজিএ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউিট হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ৪০জন প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউটের আয়োজনে অধ্যক্ষ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধন ও মহাপরিচালক মো. আমিনুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি)-৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক মো. কামরুল হাসান খান, উপ-প্রকল্প পরিচালক মো. হোসেনুজ্জামান, উপ প্রকল্প পরিচালক মো: মাহবুবুল হক হাজারী, জেলা সমবায় কর্মকর্তা মো: শিহাব উদ্দিন, উপাধ্যক্ষ রিয়াজ উদ্দিন এবং উপজেলা সমবায় কর্মকর্তা ওমর ফারুক। এছাড়া সিভিডিপি প্রকল্পভূক্ত সমবায় সমিতির ১২০ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
সবশেষে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচীর ৪০ জন প্রশিক্ষিত নারীকে একটি করে সেলাই মেশিন তুলে দেয়া হয়।