বাংলাদেশ ডেন্টাল এসোয়েসিয়েশন নরসিংদী’র উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
বাণী রিপোর্ট: বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার জাতীয় সাহিত্য সংস্কৃতিক-নাগরিক-সংগঠন উন্মোচন সাহিত্য পরিষদ-উসাপ’র সহযোগিতায় নরসিংদীর শিবপুরে আব্দুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রায় ২ শতাধিক শিক্ষার্থীকে ফ্রি দন্ত সেবা দেয়া হয়। উদ্বোধন করেন বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহীদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ পাঠ করেন ডা. রুমানা রহমান আশা। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আতাউর রহমান বাবলা।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন সরকার, উন্মোচন সাহিত্য পরিষদ-উসাপ’র নরসিংদী জেলা শাখার সভাপতি মো: মহিউদ্দিন রাশেদ, উসাপ’র প্রতিষ্ঠাতা, মো. মাহবুব আলম, উসাপ’র স্থায়ী কমিটির সদস্য তুহিন ভূঁইয়া প্রমূখ।
প্রধান আলোচকের বক্তব্যে বিডিএ এর কেন্দ্রীয় সভাপতি ও দেশবরেণ্য সংগঠক ডা. আতাউর রহমান বাবলা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমাদেরকে শিক্ষকদের সম্মানের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষকদের সম্মান না করে কেউ নিজে বড় হতে পারে না। অলৌকিক কারণে বড় হলেও মানুষ তাকে বড় চোখে- ভালোবেসে মূল্যায়ন করে না। এ সময় বক্তারা শিক্ষার্থীদের সুস্থ থাকতে সচেতন হবার পরামর্শ দেন।