নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাণী রিপোর্ট: নরসিংদীর পলাশে জেলা গোয়েন্দা পুলিশের দুটি পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১২ ফেব্রুয়ারী দুপুর দেড় টায় গোয়েন্দা পুলিশের এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পলাশ থানাধীন গজারিয়া এলাকা হতে মৃত মালেক মিয়ার পুত্র মাদক সম্রাট আলমগীর (৫৪) কে গ্রেফতার করা হয়। এ সময় তার দখলে থাকা ১২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ৪টি মাদক মামলা আছে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ।
অপরদিকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌঁনে ৯টায় পলাশ থানাধীন দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো; পলাশ থানার বারারচর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. মোকারম মিয়া (৫০) ও শিবপুর থানার শিমুলিয়া এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মো. আলম হোসেন (৩৫)। এ সময় তাদের দখলে থাকা ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই নূরে আলম হোসাইন ও এসআই মোস্তাক আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পলাশ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ।