নরসিংদীতে এনজিও প্রতিনিধিদের সাথে লায়ন্স চক্ষু হাসপাতালের মতবিনিময়
বাণী রিপোর্ট: “স্বাস্থ্য সবার অধিকার: দক্ষিন এশিয়ায় বাধামুক্ত চক্ষু স্বাস্থ্যসেবা” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে স্থানীয় যে সকল এনজিও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে তাদের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দিনব্যাপী নরসিংদী শহরের বাসাইলে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা করেন ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের চেয়ারম্যান জে এল ভৌমিক, প্রশাসনিক কর্মকর্তা ননী গোপাল দাস, সাইড সেভার্সের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সৈয়দা আসমা রাশিদা, ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা প্রফেসর শংকর লাল দে ও সাইড সেভার্সের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার প্রমূখ।
সভায় আলোচকরা জানান, ২০১৯ সালে সফলতার সাথে চক্ষু বিষয়ে নরসিংদী জেলায় কাজ করেছে এই প্রকল্পটি। এ সময় স্থানীয় এনজিও প্রতিনিধিগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।