শিবপুরে উৎস স্মৃতি ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাণী রিপোর্ট: নরসিংদীর শিবপুরে মজলিশপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে উৎস স্মৃতি ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী মরহুম উৎস খানের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে এই ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করা হয়। উৎস খানের বাবা মোমেন খানের সৌজন্যে ও সার্বিক সহযোগিতায় এলাকার মানুষের দন্ত চিকিৎসা সেবার লক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজলিশপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পলাশ সংসদ সদস্যের বোন নাজমা খানম ডোরা, আ’লীগ নেতা শাহিন খান প্রমূখ। এলাকার মানুষের মধ্যে সেবা দানে আন্তরিক হয়ে ফ্রি দন্ত চিকিৎসা ও উপস্থিত জনতার মাঝে ঔষধ ও টুথপেস্ট বিতরণ করা হয়।