নরসিংদীতে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
বাণী রিপোর্ট: নরসিংদীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ২জন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে নরসিংদী মডেল থানাধীন রাঙ্গামাটিয়া এলাকার ‘স্টার ডিপার্টমেন্টাল স্টোরের’ সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে নরসিংদী পৌর শহরের রাঙ্গামাটিয়া মহল্লার জসিম উদ্দিনের ছেলে নাসিম ওরফে নাসির (২৫) এবং একই এলাকার শংকর তারনের ছেলে বাঁধন তারন (২৩)। আটক নাসিমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই তাপস কান্তি রায় এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে নরসিংদী মডেল থানাধীন রাঙ্গামাটিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ‘স্টার ডিপার্টমেন্টাল স্টোরের’ সামনে থেকে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি নাসিম ওরফে নাসির ও বাঁধন তারনকে আটক করা হয়।
ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলেও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।