নরসিংদীতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাণী রিপোর্ট: নরসিংদী জেলা প্রশাসন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর যৌথ আয়োজনে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনার আলোকে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ৬টি উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস।
প্রতিযোগিতায় পলাশ উপজেলার ইউরিয়া সার কারখানা কলেজ প্রথম, নরসিংদী সদর উপজেলার ভাটপাড়া এন সি গুপ্ত উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও মাধবদী গালর্স স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।