৬ জুয়ারীকে গ্রেফতার করেছে নরসিংদী ডিবি পুলিশ
বাণী রিপোর্ট:
৬ জুয়ারীকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার মধ্য শীলমান্দী এলাকায় অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- মধ্য শীলমান্দী এলাকার মুখলেছ সরকার এর ছেলে কবির সরকার (২৫), মৃত. মোহাম্মদ আলী মিয়ার ছেলে সুজন মিয়া (২৭), মুক্তার হোসেন এর ছেলে শিপন মিয়া (২৫), আব্দুর রহমান এর ছেলে ফারুক মিয়া (৩৩), শামিন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৪) ও কাজল মিয়ার ছেলে স্বপন মিয়া (২৩)।
ডিবি পুলিশের পরিদর্শক রূপণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা মধ্য শীলমান্দী এলাকার একটি দোকান ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার সাথে সম্পৃত্ত ৬ জন জুয়ারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।