স্বাভাবিক প্রসব সেবা জোরদার করতে সচেতনতা বৃদ্ধি করতে হবে -ড. মাহবুব উল করীম
বাণী রিপোর্ট:
নরসিংদী জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ পরিচালক ড. এ টি এম মাহবুব উল করীম (উপ সচিব) বলেছেন, স্বাভাবিক প্রসব সেবা জোরদার করতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্বাভাবিক প্রসব সেবার গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে গর্ভবতী মায়েদের বুঝতে হবে। এ ব্যাপারে তৃণমূল পর্যায়ে ইউপি চেয়ারম্যান, মেম্বার, এফ ডাব্লিউও ভি সদস্যদের ভূমিকা সবচেয়ে বেশি। ২১ জানুয়ারি মঙ্গলবার নরসিংদী আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটে পরিবার পরিকল্পনা এমসিএইচ ইউনিটের আয়োজনে নরসিংদী সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ব্যবস্থাপনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, পরিবার পরিকল্পনা উপ পরিচালক অরবিন্দ দত্ত। মালটিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপনা করেন এমসিএইচ সার্ভিসের উপপরিচালক ডাঃ তৃপ্তি বালা। বক্তব্য রাখেন সহকারী পরিচালক ডাঃ ওবায়দুল কবীর, সদর হাসপাতালের আরএমও ডাঃ আমিরুল ইসলাম শামীম, ডাঃ আবু কাউসার সুমন, চেয়ারম্যান মাহমুদুর রহমান, চেয়ারম্যান ইউসুফ হোসেন পিন্টু, এফ ডাব্লিউও ভির সদস্য জুলেখা বেগম, রাশিদা বেগম, জিনাত আরা রুবি প্রমুখ।
স্বাভাবিক প্রসব সেবায় প্রথম নরসিংদী সদরের কাঁঠালিয়া ইউনিয়ন, দ্বিতীয় মেহেরপাড়া ও তৃতীয় শিলমান্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। নরসিংদী সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সবুজ হাওলাদার এর উপস্থাপনায় বিভিন্ন পেশার ২ শতাধিক ব্যক্তিবর্গ কর্মশালায় অংশ গ্রহণ করেন। এছাড়া কর্মশালায় জরুরী প্রসূতি সেবায় গর্ভবতী মা এবং তার পরিবারকে অর্থ সঞ্চয়ের বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মায়ের ব্যাংক প্রকল্প বাস্তবায়ন করার উপর গুরুত্বারোপ করা হয়। মায়ের ব্যাংক কার্যক্রমটি মূলতঃ দরিদ্র গর্ভবতী মাদের মধ্যে বিতরণ করা হয়। এতে করে দারিদ্র্য প্রসূতিদের আর্থিক সংকট দূর হবে।