বিভিন্ন দেশ আজ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠেছে: শিল্পমন্ত্রী
বাণী রিপোর্ট :
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে আজ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ আজ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠেছে।
সোমবার (১৩ জানুয়ারী) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসন আয়োজিত ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদশ এখন উন্নয়নের রোল মডেল। একটি কুচক্রী মহল চায় না বাংলাদেশ এগিয়ে যাক। তাদের চোঁখে সরকারের উন্নয়ন দেখা যায় না। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে এদেশের ১৭ কোটি মানুষ। এ স্বপ্ন বঙ্গবন্ধু কণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই পূরণ হবে।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়াশিষ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন ইকবাল হোসেন প্রমুখ।