মাধবদীতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত
বাণী রিপোর্ট:
নরসিংদীর মাধবদীতে লোকালয়ের কৃষি জমিতে অনুমোদনহীন ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রোববার (১২ জানুয়ারি) বিকেলে ইট ভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের বালাপুর এলাকায় স্টার ট্রেডিং কর্পোরেশন নামের ইটভাটায় এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান ইটভাটার মালিককে নিয়ম না মেনে ভাটা নির্মাণ ও পরিচালনা করায় ৪০ হাজার টাকা অর্থদ- করে তা আদায় করেন। এসময় অবৈধ এই ইটভাটাটি ভেঙ্গে দেয়া হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান ও স্থানীয়রা জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৃষি জমিতে ভাটা তৈরী করে ব্যবসা চালিয়ে আসছিলেন রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী। প্রশাসনের পক্ষ থেকে ভাটার মালিককে একাধিকবার নিষেধাজ্ঞা দিলেও তাতে কর্ণপাত না করে ভাটা চালিয়ে যাচ্ছিল মালিকপক্ষ। কৃষি জমিতে, স্কুলের পাশে ভাটা তৈরী করে আশপাশের কৃষি জমির মাটি ব্যবহার করায় ইটভাটার মালিককে এই দ- দেয়া হয়।