শিবপুরে কলেজ ছাত্র উদয় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন
বাণী রিপোর্ট :
নরসিংদীর শিবপুর উপজেলায় কলেজ ছাত্র সৈয়দ মেহেদী হাসান উদয় কে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে শিবপুর উপজেলা পরিষদ গেইটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তাগণ অনতিবিলম্বে হত্যা কা-ে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এসময় বক্তব্য রাখেন শিবপুর পাইল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর, প্রভাষক আসাদুজ্জমান আসাদ এবং নিহতের বাবা সৈয়দ মোস্তফা ভেন্ডার প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় শিবপুর ডাকবাংলো এলাকায় কতিপয় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয় কলেজ ছাত্র উদয়। মেহেদী হাসান উদয় শিবপুর উপজেলার ডাকবাংলো এলাকার সৈয়দ মোস্তফা ভেন্ডার এর ছেলে। সে ঢাকা তেজগাঁও সরকারি কলেজের ছাত্র। হত্যার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে পুলিশ মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে।