সাহিত্য ও সংস্কৃতিনরসিংদী সদরনরসিংদীর খবরবিনোদন
নরসিংদীতে দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাণী রিপোর্ট:
নরসিংদীতে শোভাযাত্রা, কেক কাটা ও মুক্তিযোদ্ধাকে সম্মাননার মধ্য দিয়ে কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। এর আগে সকালে শুভসংঘের সদস্যরা নরসিংদী সরকারি কলেজ এলাকায় একটি শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মুক্তিযোদ্ধা সম্মাননা ও কেককাটা অনুষ্ঠানে শুরুতে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে কালের কণ্ঠের সার্বিক পরিস্থিতি তুলে ধরে স্বাগত বক্তব্য দেন নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান। এরপর কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা বাদল কুমার সাহার হাতে সম্মাননা ও উত্তরীয় পরিয়ে দেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. জাকির হাসান।