অপরাধআইন-আদালতনরসিংদী সদরনরসিংদীর খবর
নরসিংদীতে ১০ বৎসর সাজাপ্রাপ্ত আসামী ব্যবসায়ী তাজুল ইসলাম গ্রেফতার
সূজিত সুত্রধর : ১০ বৎসরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ব্যবসায়ী তাজুল ইসলামকে গ্রেফতার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। শনিবার (১১ জানুয়ারী) সকালে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। মোঃ তাজুল ইসলাম (৫৫) নরসিংদী সদর উপজেলার পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার মৃত কারী শামসুজ্জামানের ছেলে। তাজুল ইসলাম তার রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর মডেল থানার এসআই নাইমুল ইসলাম মোশতাক তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, ২ কোটি ৪০ লক্ষ টাকার চেক ডিজঅনারের মামলায় তাজুল ইসলামের বিরুদ্ধে ১০ বছরের সাজা হয়। তার বিরুদ্ধে এই সাজা ছাড়াও বিভিন্ন জেলায় চারটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামী তাজুল ইসলামকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।