রায়পুরা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরন
মনিরুজ্জামান মনির : অসহায় শীতার্তদের পাশে দাড়িয়েছে রায়পুরা প্রেসক্লাবের সাংবাদিকগণ।
রায়পুরা প্রেসক্লাবের উদ্যোগে অসহায় গরীব ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার (৯ জানুয়ারী) সকালে প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের উপস্থিতিতে পাঁচ শতাধিক কম্বল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক নরসিংদীর বানী পত্রিকার
সম্পাদক মোঃ ফারুক মিয়া, মোসলেহ উদ্দিন বাচ্চু, প্রবীন যাত্রা শিল্পী ও সাংবাদিক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন, সহসভাপতি রফিকুল হক রফিক, সাধারণ সম্পাদক নুরউদ্দিন আহম্মদ, যুগ্নসাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি বশির আহম্মেদ মোল্লা, সেক্রেটারী মস্তোফা খাঁন, বর্তমান কোষাধক্ষ্য অজয় সাহা, দপ্তর সম্পাদক মোঃ ফরিদ মিয়া, সদস্য ইমরান মোল্লা, তন্ময় সাহা, আজিজুল হক, কবুরী আক্তার ( কুবরা) প্রমুখ। কম্বল পেয়ে শীতার্ত অসহায় ও প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটে উঠে।