পিপিএম পদক লাভ করেছন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান
বাণী রিপোর্ট:
কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান প্রেসিডেন্ট পুলিশ (পিপিএম, সেবা) পদক পেয়েছেন। রোববার (৫ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের কুচকাওয়াজ অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের পদক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান ৩১ তম বিসিএস এর মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গোসহাইরগাট, ভেদরগঞ্জ, শিবপুর ও বর্তমানে রায়পুরা সার্কেলে কর্মরত আছেন। তিনি নড়াইল জেলার লোহগড়া থানার পাচুরিয়া এলাকার কৃতি সন্তান। গত ১৩ অক্টোবর ২০১৯ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি পদোন্নতি প্রাপ্ত হন।
থান্দার খায়রুল হাসান জানান, রায়পুরা ও বেলাব থানার ৮ হাজার ওয়ারেন্ট নিষ্পত্তি, বাল্য বিবাহ বন্ধ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও চরাঞ্চলের টেটা যুদ্ধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি প্রেসিডেন্ট পুলিশ (পিপিএম, সেবা) পদক লাভ করেছেন।