শিবপুরে হাফিজ উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব সংবাদদাতা ঃ
নরসিংদীর শিবপুরে হাফিজ উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে গরীব-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলার মিয়ারগাও ও ইছবনগর এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় হাফিজ উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিশিষ্ট সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লার সভাপতিতে ¡অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান মো. ফরহাদ আলম ভূঁঞা। প্রধান অতিথি বলেন, হাফিজ উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট সব সময় বিপদে-আপদে, সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থেকে এলাকার মঙ্গলের জন্য কাজ করবে। এরই অংশ হিসেবে হাফিজ উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের জন্য শীত বস্ত্র নিয়ে এসেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আজীবন আপনাদের পাশে এভাবে থাকতে পারি এবং আপনাদের বিপদ-আপদ, সুখ-দুঃখের ভাগীদার হতে পারি।
শীতবস্ত্র বিতরণ কালে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও.আমান উল্লাহ । মোনাজাতে মরহুম হাফিজ উদ্দিন ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের উপ-প্রচার সম্পাদক খোকন সরকার, দিল আফরোজ শহিদ ও সাংবাদিক শেখ মানিক প্রমুখ।