নরসিংদীতে রাজস্ব বিষয়ক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত
বাণী রিপোর্ট : ২৪ ডিসেম্বর নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজস্ব বিষয়ক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগীয় কমিশনার এর সাথে রাজস্ব ব্যবস্থাপনা বিষয়ে ঢাকা বিভাগের সকল জেলার জেলা প্রশাসকগণ ভিডিও কনফারেন্সে যুক্ত হন। নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশনার আলোকে ভিডিও কনফারেন্সে নরসিংদী জেলার পক্ষে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ। ভিডিও কনফারেন্স চলাকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নরসিংদী জেলার সকল উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কনফারেন্সে বিভাগীয় কমিশনার স্টাফ নির্ভরতা কমিয়ে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত নাগরিক সেবা প্রদানের জন্য সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আহবান জানান।