প্রীতিরঞ্জন সাহার উপর হামলার প্রতিবাদে নরসিংদীতে সাংবাদিকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার : প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও নরসিংদী প্রেসক্লাবের দফতর সম্পাদক প্রীতি রঞ্জন সাহার উপর দুর্বৃত্তদের সশস্ত্র হামলার প্রতিবাদে গত ২৩ ডিসেম্বর সোমবার নরসিংদী প্রেসক্লাব সম্মুখে মাননবন্ধন করেছে জেলার সাংবাদিক সমাজ। দুপুর ১২ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন, ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, এড. রেজাউল করিম বাছেদ, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি একে ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: সেলিম মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মনজিল এ মিল্লাত, সাংবাদিক হলধর দাস, মশিউর রহমান সেলিম, মাহবুব আলম, জয়নুল আবেদীন, তোফাজ্জল হোসেন, কামরুল হাসান সোহেল প্রমুখ। এছাড়াও রায়পুরা, মনোহরদী, বেলাব, পলাশ, শিবপুর, মাধবদী, নরসিংদী সদর প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
বক্তাগণ অবিলম্বে প্রীতিরঞ্জন সাহার উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তরা সাংবাদিক ও মুক্তিযোদ্ধা প্রীতিরঞ্জন সাহার উপর চাপাতির আঘাত ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।