হিজাব পরে কোরআন হাতে নিয়ে শপথ গ্রহন করলেন বাংলাদেশি বংশদ্ভুত ব্রিটিশ এমপি আফসানা
বাণী ডেস্ক : ১৮ ডিসেম্বর বুধবার ব্রিটিশ পার্লামেন্টের এমপি হিসাবে পবিত্র কোরআন শরিফ হাতে নিয়ে হিজাব পরে শপথ গ্রহণ করছেন ব্রিটিশ বাংলাদেশি তরুণী আফসানা বেগম।
ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ জন এমপির মধ্যে অনেক মুসলিম এমপি থাকলেও শুধুমাত্র আফসানা বেগম স্কার্ফ পরিহিত অবস্থায় শপথ গ্রহণ করেছেন । মুসলমানদের মার্জিত পোষাক এর সাথে বিশ্বকে আবারো পরিচয় করিয়ে দিয়েছেন। সংসদের অধিবেশনে যোগদানকালেও তা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১২ই ডিসেম্বর বৃটেনের জাতীয় নির্বাচনে ইস্ট লন্ডনের পপলার এন্ড লাইম হাউস আসন থেকে তিনি লেবারপাটি থেকে এমপি নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ২৮ হাজারের বেশি ভোট পেয়ে জয়লাভ করেন।
পপলার এন্ড লাইম হাউস আসন বাঙালি অধ্যুষিত এলাকা। আফাসানার বাড়ি সিলেটে। আফসানার বিজয় ও হিজাবের কারনে সোশ্যাল মিডিয়ায় এই ব্রিটিশ বাংলাদেশী তরুণী এখন ভাইরাল। মুসলিমদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।