নরসিংদী আওয়ামী সাংবাদিক ফোরামের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা ও গুণীজন সম্মাননা প্রদান
নিজস্ব সংবাদদাতা : নরসিংদী জেলা আওয়ামী সাংবাদিক ফোরামের উদ্যোগে মহান বিজয় দিবসেরর আলোচনা সভা, দোয়া মাহফিল ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ১৯ ডিসেম্বর নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন শহীদ ছাত্তার স্মৃতি সংসদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদী জেলা আওয়ামী সাংবাদিক ফোরামের সভাপতি এডভোকেট মোঃ মনিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক নরসিংদীর বাণী পত্রিকার সাংবাদিক এস এম বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ আবদুস ছাত্তার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ ভুইয়া, বীর মুক্তিযুদ্ধা মোঃ ইলিয়াস মিয়া, নরসিংদী সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক নরসিংদীর বাণীর প্রকাশক ও সম্পাদক মোঃ ফারুক মিয়া, ডৌকার চর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ ফরাজি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি নরসিংদী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রতন মিয়া, শিলমান্দি ইউপি’র প্যানেল চেয়ারম্যান সুশান্ত কুমার দাস (ক্ষুদি), নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, সাংবাদিক আকিকুল ইসলাম স্বপন প্রমুখ। আলোচনা সভায় বক্তাগণ বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই বীর মুক্তিযোদ্ধাদের এ মহান বিজয়ের মাসে সশ্রদ্ধ সালাম জানাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এ দেশ পেয়েছি তার আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ উন্নতির চরম শিখরে পৌছবে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম মাওলানাা নূর মোহাম্মদ। স্ব-স্ব পেশায় অবদান রাখায় ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে আওয়ামী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক প্রাপ্তগণ হলেন, বীর মুক্তিযুদ্ধা মোঃ ইলিয়াস মিয়া, ডৌকার চর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ ফরাজি, দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক ও প্রকাশক মোঃ ফারুক মিয়া, নরসিংদী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রতন মিয়া, শিলমান্দি ইউপি’র প্যানেল চেয়ারম্যান সুশান্ত কুমার দাস (ক্ষুদি)। আয়োজক কমিটির নেতৃবৃন্দ তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।