নরসিংদীর খবরশিবপুর
শিবপুরে বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় নিহত ১
নিজস্ব সংবাদদাতা : বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাসে চাপায় নরসিংদীর শিবপুরে আয়েশা বেগম (৬৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। নিহত আয়েশা বেগম শিবপুর উপজেলার তেলিকান্দা গ্রামের মৃত সামসু উদ্দিনের স্ত্রী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় ঢাকা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার বান্দারদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে মোহাম্মদ আলী জানান, আমার মা সকাল বেলায় মেয়ের বাড়িতে বংশিরদিয়া যাওয়ার পথে বান্দারদিয়ায় পৌঁছলে বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, বিআরটিসি বাসটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।